ঢাকা প্রেস নিউজ
নির্বাচন কমিশন (ইসি) কখনোই রাজনীতির মধ্যে প্রবেশ করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদ প্রকল্পের জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
সিইসি নাসির উদ্দিন বলেন, "নির্বাচন কমিশন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে চায় না। বর্তমান কমিশনের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে, যাতে মানুষের মধ্যে কোনো সন্দেহ না থাকে।"
তিনি আরও জানান, "নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করবে না। সংবিধানের মধ্যে থেকেই আমরা কাজ করছি। সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।"
সিইসি বলেন, "আমরা আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ করার চেষ্টা করবো। বর্তমানে ভোটার প্রবৃদ্ধির হার ১.৫৫ শতাংশ। এ প্রকল্পে ৬৫ হাজার কর্মী নিয়োজিত থাকবে। জনগণের সন্দেহ দূর করার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রস্তুত করবো। ইনশাআল্লাহ, এতে জনগণের আস্থা ফিরে আসবে।"
অনুষ্ঠানে উপস্থিত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, ইউএনডিপি নির্বাচন পরিচালনায় সহযোগিতার বিষয়টি নিয়ে কাজ করছে। এ জন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে।