পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ নিহত ৩

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ   |   ১১ বার পঠিত
পাবনায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা দুই শিক্ষার্থীসহ নিহত ৩

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-


 

পাবনা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের বাঙ্গাবাড়িয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন—ভ্যানচালক আকরাম হোসেন, পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার ও পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা।
 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থীদের নিয়ে ভ্যানটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পাবনাগামী বাঁশবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালক ও দুই শিক্ষার্থী নিহত হন।
 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
 

হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।