মহাসড়কে উল্টে যাওয়া ট্রাক সরাতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের, আহত ৬

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ০২:১৮ অপরাহ্ণ   |   ১২৬ বার পঠিত
মহাসড়কে উল্টে যাওয়া ট্রাক সরাতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের, আহত ৬

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:-

 

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি ট্রাক উল্টে যাওয়ার পর সেটি সরানোর সময় অপর একটি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন ইলিয়াস হোসেন (৪২) নামে এক শ্রমিক। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গুলজার মিয়ার ছেলে। শুক্রবার গভীর রাতে মির্জাপুর বাইপাস এলাকার আন্ডারপাসে এই দুর্ঘটনা ঘটে।
 

এ ঘটনায় ইলিয়াস হোসেনের মৃত্যু হয়েছে এবং আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান, সার্জেন্ট খাইরুল ইসলাম, কনস্টেবল রাশেদুল ইসলাম, হারুন অর রশিদ, আলু ব্যবসায়ী আল আমিন এবং তুষার রয়েছেন। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর থেকে ঢাকাগামী আলুভর্তি ট্রাকটি রাত ২টার দিকে মির্জাপুর বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আন্ডারপাসে উল্টে যায়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর, গোড়াই হাইওয়ে থানার ওসির নেতৃত্বে তিন পুলিশ সদস্য ট্রাকটি সরানোর কাজ শুরু করেন। রাত ৩টার দিকে টাঙ্গাইল থেকে গাজীপুরগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দায়িত্ব পালনরত পুলিশ, ব্যবসায়ী ও শ্রমিকদের চাপা দেয়। এতে ৭ জন আহত হন, এবং হাসপাতালে নেওয়ার পর শ্রমিক ইলিয়াস হোসেনকে মৃত ঘোষণা করা হয়।
 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। শনিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরানোর কাজ চলছে, তবে আন্ডারপাসের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
 

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, "লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহতরা চিকিৎসাধীন। ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।"