মাদারগঞ্জে উপজেলা যুবদলের উদ্যোগে তথ্যপ্রযুক্তি কর্মশালা ও পরামর্শ সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৫ ০৭:০৪ অপরাহ্ণ   |   ৮৮ বার পঠিত
মাদারগঞ্জে উপজেলা যুবদলের উদ্যোগে তথ্যপ্রযুক্তি কর্মশালা ও পরামর্শ সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি, মোঃ আলমগীর হোসাইন:-

 

জামালপুরের মাদারগঞ্জে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় ও জেলা যুবদলের সহযোগিতায় উপজেলা যুবদলের উদ্যোগে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের লক্ষ্যে এক কর্মশালা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

 


 

বৃহস্পতিবার বিকেলে বালিজুড়ী বাজারের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই কর্মশালা ও সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আল-আমিন তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কড়ইচড়া ইউনিয়ন যুবদল নেতা মিজান মোল্লাহ।
 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য পাপন ও জামালপুর সদর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল।

 

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা যুবদলের সদস্য আবু সাঈম সামা, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, রফিকুল ইসলাম, চরপাকেরদহ ইউনিয়ন যুবদল নেতা সাজেদুল ইসলাম সুজন, শাহাদত হোসাইনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।