আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হলেও, অবিরাম বৃষ্টিপাতের কারণে তা বাতিল করে শুধুমাত্র স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।
বিকেলে সংগঠনের কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী ও জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক সিফাত মেহনাজের নিকট স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বক্তব্যে কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, যুগ্ম সমন্বয়কারী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের জীবিকা, কৃষি ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।