জামালপুর প্রতিনিধি:-
জামালপুরের মেলান্দহে ২০৫০ পিস ইয়াবা সহ দুলাল(৪৫) নামের কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দার এর ছেলে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার এসআই সাজ্জাদুল ইসলাম জানান,জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় এসআই মোঃ সাজেদুল ইসলাম খান এর নেতৃত্বে এএসআই শীতল পাল, এএসআই সবুজ মিয়া, কন্সটেবল সোহেল এর নেতৃত্বে শনিবার বিকাল ৫ টায় মেলান্দহ থানার মেলান্দহ বাজারের ছাগল হাটির ইজারা অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০৫০ পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলালকে গ্রে/ফ/তা/র করে থানায় আনা হয়। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৬ লক্ষ ১৫ হাজার টাকা। তিনি আরো জানান, কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল এর আরেক সহযোগী মিনা বেগম তিনি কৌশলে পালিয়ে যায়। এ ছাড়াও মেলান্দহ বাজার এলাকার মরহুম নয়ন মন্ডলের ছেলে ফকরুল (৪৮) এর কাছে বিক্রির জন্য মেলান্দহ বাজার থেকে রওনা হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(খ) ৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
অন্যদিকে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা জানান , পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে। তা না হলে আমাদের আগামী প্রজন্ম মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হবে। মাদকের বিরুদ্ধে জামালপুর জেলার প্রত্যেকটি থানায় কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধী যেই হোক না কেন আইনের আওতায় পুলিশ আনবে। পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা( ডিবি) পুলিশও প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। জামালপুর জেলা বাসীকে মাদক বিরোধী তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য আহব্বান জানান পুলিশ সুপার।