দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে কিছুদিন মাঠের রাজনীতিতে সক্রিয় থাকার পর দুই সপ্তাহের বিরতি দিয়ে নতুন কর্মসূচিতে ফিরেছে বিএনপি। রমজানের আগে নিত্যপণ্যসহ বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি। শনিবার (৯ মার্চ) এ কর্মসূচি পালন করা হবে বলে বুধবার (৬ মার্চ) ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৯ মার্চ ঢাকা মহানগরীসহ দেশব্যাপী বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে।’ বুধবার (৬ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, “বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার ঢাকাসহ দেশব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।”