ঢাকা প্রেস
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-
মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে ধারালো চাকুসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় চুরি ছিনতাইয়ের কারণে অতিষ্ট মিরপুরবাসী।সন্ধ্যা বা মধ্যরাত থেকে শুরু হয় এ সকল ছিনতাইকারী ও চোরের উৎপাত। কখনো ছুড়ির মুখে জিম্মি করে বা কখনো পথিমধ্যে আটকে সর্বোত্ত লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা।
নির্জন স্থান বা নির্জন রাতকে টার্গেট করে এ ধরনের দস্যুতা চালায় ছিনতাইকারীরা।
এদিকে মিরপুর মডেল থানা পুলিশ এ সকল চোর ছিনতাইকারীকে আটক করার জন্য তৎপর হয়েছে।
জানা যায়- রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে দস্যুতা সংঘটনের উদ্দেশ্যে অবস্থান নেয় আটকৃত এই ছিনতাই কারীরা। এরপর স্থানীয় জনতার সাহায্যে আটক করা হয় এই দুই ছিনতাই কারীকে।
জানা যায় আটককৃত মো: শাকিল ও রাব্বি(ছিনতাইকারীরা) প্রায় সময়ই চাকু ঠেকিয়ে ভয় ভীতি দেখিয়ে জনসাধারণের কাছ থেকে টাকা পয়সা সহ অন্যান্য মালামাল হাতিয়ে নেয়।
রাজধানী মিরপুরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত ঘটছে চুরি ছিনতাই এর ঘটনা।এসব বিষয়ে মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সাজ্জাদ রুমন জানায় - এ সকল চোর ছিনতাইকারীকে আটক করার জন্য প্রতিনিয়ত কাজ করছে মিরপুর মডেল থানা পুলিশ।আর প্রতিনিয়ত আটককৃত আসামিদের দেওয়া হচ্ছে মামলা। এছাড়াও তিনি জনসচেতনতার পাশাপাশি চুরি ছিনতাই এর তথ্য পুলিশকে দেওয়ার আহবান জানান জনসাধারণের প্রতি।