ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ড. এম মাসরুর রিয়াজ। তিনি আগামী চার বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিএসইসি আইন ১৯৯৩ অনুযায়ী, ড. মাসরুর রিয়াজকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে বিএসইসির আগের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। এরপর সংক্ষিপ্ত সময়ের জন্য মোহাম্মদ মোহসীন চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
ড. মাসরুর রিয়াজ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর একজন অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি পলিসি এক্সচেঞ্জ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই নিয়োগের ফলে পুঁজিবাজারে নতুন এক অধ্যায়ের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।