প্রণয় ভার্মার বক্তব্য: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্ক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ আগu ২০২৪ ০২:২৯ অপরাহ্ণ   |   ৮৫৫ বার পঠিত
প্রণয় ভার্মার বক্তব্য: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্ক

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ চালিয়ে যেতে ভারত আগ্রহী।

 

তিনি আরও জানান, আজকের সাক্ষাৎটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ এবং কোনো নির্দিষ্ট এজেন্ডা ছিল না। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
 

এদিকে, শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করা হলে প্রণয় ভার্মা কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের মতো কোনো বিদেশি কূটনীতিক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন এবং প্রায় এক ঘণ্টা বৈঠক করেছেন।