বাখরনগর উচ্চ বিদ্যা নিকেতনের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু গোপাল ভট্টাচার্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৪ অপরাহ্ণ   |   ১১২৮ বার পঠিত
বাখরনগর উচ্চ বিদ্যা নিকেতনের  অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু গোপাল ভট্টাচার্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

ঢাকা প্রেস-

বার্তা কক্ষ-

 

কুমিল্লা মুরাদনগর থানার বাখর নগর গ্রামের বাখরনগর উচ্চ বিদ্যা নিকেতনের  অবসরপ্রাপ্ত শিক্ষক, বাখরনগর শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক বাবু গোপাল ভট্টাচার্য গত ১০ সেপ্টেম্বর ২০২৪ইং ভোর ৩ টায় পরলোক গমন করেন। তিনি অসুস্থতা জনিত কারণে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হলে সেখানেই মৃত্যুবরণ করেন। শ্রদ্ধেয় স্যারের মৃ্ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শত শত শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষ শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে আসে এবং এক হৃদয় বিদারক পরিবেশের সৃস্টি হয়।

তিনি বাখরনগর উচ্চ বিদ্যা নিকেতনের সকল ছাত্রছাত্রীদের নিকট খুবই পছন্দের একজন শিক্ষক ছিলেন। স্যারের আকষ্মিক মৃত্যুতে ছাত্রছাত্রীসহ গ্রামবাসী এবং পরিচিতজনেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং  উনার আত্মার শান্তি কামনা করেছেন। শোকবার্তায় উঠে এসেছে স্যারকে নিয়ে সবার স্মৃতি চারণা। তিনি সবসময় ছাত্রছাত্রীদের ভালো মানুষ হয়ে উঠার জন্য অনুপ্রেরণা দিতেন। সদা হাসিখুশি এই মানুষটির মৃ্ত্যুতে বাখরনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরপারে স্যার ভালো থাকুক সৃষ্টিকর্তার নিকট এই প্রার্থনা।