ময়মনসিংহ সদরে জামায়াত প্রার্থীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ   |   ৪৭ বার পঠিত
ময়মনসিংহ সদরে জামায়াত প্রার্থীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:




ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল এর উদ্যোগে আজ রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন ক্যাম্প

 

ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুর শাখার সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী শতাধিক রোগীকে চশমা বিতরণ করা হয় এবং প্রায় অর্ধশত রোগীকে ছানি অপারেশনের জন্য ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে প্রেরণ করা হয়।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, ময়মনসিংহ মহানগর আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি রোগীদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে আরও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের আশ্বাস দেন।
 

তিনি বলেন, “চরাঞ্চলের মানুষ এখনো অবহেলিত। গ্রামীণ পর্যায়ে হাসপাতাল থাকলেও পর্যাপ্ত জনবল ও উপকরণের অভাবে সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পায় না। ইনশাআল্লাহ, সুযোগ পেলে চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।”
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, শম্ভুগঞ্জ এলাকার সভাপতি মাস্টার মফিদুল আলম, বোররচর এলাকার সভাপতি ডা. সাইফুল ইসলাম এবং মহানগর মিডিয়া বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আল মুজাহিদ
 

এছাড়াও চরখরিচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।