ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বাংলাদেশের তরুণ গীতিকার ও সুরকার জহুরুল ইসলাম জনি-এর জন্মদিন উপলক্ষে সোমবার রাতে একটি ঘরোয়া ও বিশেষ আয়োজন করেছিলেন তাঁর সহধর্মিণী, কবি মেরিনা মিরা।
জনপ্রিয় এই গীতিকার দীর্ঘদিন ধরে বাংলা সংগীতকে সমৃদ্ধ করে চলেছেন। তাঁর লেখা ও সুর করা অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। সঙ্গীতের প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং নিবেদিতপ্রাণ মনোভাব তাঁকে প্রজন্মের কাছে প্রেরণার উৎস হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
জন্মদিনের এই বিশেষ উপলক্ষে পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী শিল্পী ও সংস্কৃতিকর্মীরা জনিকে শুভেচ্ছা জানিয়েছেন। এ প্রসঙ্গে সহধর্মিনী মেরিনা মিরা বলেন,
"জনি শুধু একজন শিল্পী নন, তিনি আমার জীবনের অনুপ্রেরণা। তাঁর জন্মদিন তাই শুধুই পারিবারিক আনন্দ নয়, বরং সাংস্কৃতিক পরিমণ্ডলে এক বিশেষ দিন।"
এদিন জহুরুল ইসলাম জনি তাঁর শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলা গানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে নতুন সৃষ্টিশীল কাজের অঙ্গীকার ব্যক্ত করেন।