মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নতুন নীতিমালা: ৫৭৯ কর্মকর্তা অস্ত্র ব্যবহারের অনুমতি পাবেন

প্রকাশকালঃ ১১ ডিসেম্বর ২০২৪ ০২:২৮ অপরাহ্ণ ০ বার পঠিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নতুন নীতিমালা: ৫৭৯ কর্মকর্তা অস্ত্র ব্যবহারের অনুমতি পাবেন

ঢাকা প্রেস নিউজ
 

সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নতুন নীতিমালা জারি করেছে, যেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের ৫৭৯ জন কর্মকর্তাকে ডিউটির সময় অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে উপ-পরিচালক থেকে উপ-পরিদর্শক পর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত।
 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা, ২০২৪' শীর্ষক এই নীতিমালা প্রকাশ করা হয়। নীতিমালার আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ৯ মি.মি. সেমি অটোমেটিক পিস্তল টি-৫৪ ব্যবহার করতে পারবেন।
 

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোডাল এজেন্সি হিসেবে কাজ করে। অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত মাদক উদ্ধার অভিযান পরিচালনা, মাদক চোরাচালানীদের গ্রেপ্তার, মামলা তদন্ত ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে জড়িত থাকেন। অধিদপ্তরের সদস্যদের অভিযান চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংস্থাকে আরও কার্যকর করতে এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
 

বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোট জনবল ৩ হাজার ৫৯ জন, যার মধ্যে ১ হাজার ৮০৬ জন সরাসরি মাদক সংক্রান্ত অপরাধ দমনে কাজ করছেন। মাঠ পর্যায়ে কর্মরত ৫৭৯ জন কর্মকর্তার জন্য অস্ত্র সংগ্রহ করা অপরিহার্য বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।