ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নবায়ন: দুর্নীতি ও ভোগান্তির নতুন অধ্যায়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৫ ০৩:৪৪ অপরাহ্ণ   |   ৫৩ বার পঠিত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নবায়ন: দুর্নীতি ও ভোগান্তির নতুন অধ্যায়




ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নবায়ন এখন এক নতুন ভোগান্তি ও দুর্নীতির প্রক্রিয়ায় পরিণত হয়েছে। পূর্বের অর্থবছরে নতুন ট্রেড লাইসেন্স সংগ্রহ কিছুটা ঝঞ্ঝাটপূর্ণ হলেও নবায়নের ক্ষেত্রে সেবা ছিল ধারাবাহিক ও স্বচ্ছ। তখন সংক্রিয় সিস্টেমের মাধ্যমে স্বাক্ষরিত লাইসেন্স কপি প্রদান করা হতো।

 


 

বর্তমানে পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। ট্রেড লাইসেন্স এখন বিনা স্বাক্ষরে প্রিন্ট করা হচ্ছে, যা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরের জন্য সময়সাপেক্ষ প্রক্রিয়া এবং দুর্নীতির সম্ভাবনার জন্ম দিচ্ছে। এর ফলে সাধারণ জনগণও অযাচিত ভোগান্তিতে পড়ছে। একুশ শতকের তথ্যপ্রযুক্তির যুগে এ ধরনের প্রক্রিয়া স্পষ্টভাবে দুর্নীতির ইঙ্গিত বহন করে।

 



 

নবায়ন প্রক্রিয়ায় লাইসেন্সের জন্য মূলত একজন লাইসেন্স সুপারভাইজার ও একজন কর কর্মকর্তার স্বাক্ষর প্রয়োজন হয়। তবে, এই বিষয়ে সংশ্লিষ্ট প্রধান রাজস্ব কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার দপ্তরের কেউ ফোন রিসিভ করেননি এবং কর্পোরেশন থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।


 


এভাবে, স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত না করে এই প্রক্রিয়া শুধুমাত্র সময়ের অপচয় ও দুর্নীতির পথ প্রশস্ত করছে।