কক্সবাজারে শিক্ষক হত্যা: মুক্তিপণ দাবির পর হত্যাকাণ্ড, প্রধান হোতা গ্রেপ্তার

প্রকাশকালঃ ১২ অক্টোবর ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ ৭১০ বার পঠিত
কক্সবাজারে শিক্ষক হত্যা: মুক্তিপণ দাবির পর হত্যাকাণ্ড, প্রধান হোতা গ্রেপ্তার

ঢাকা প্রেস
ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-



 

র‌্যাবের একটি অভিযানে কক্সবাজারের পেকুয়া উপজেলার স্কুল শিক্ষক আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রুবেল খানকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্তিপণ দাবির পর শিক্ষককে অপহরণ করে হত্যা করা হয়েছিল।
 

গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। চাঁদপুর সদর উপজেলার চরপুরচণ্ডী গ্রামের বাসিন্দা রুবেল।
 

গত ২৮ সেপ্টেম্বর পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলামকে অপহরণ করা হয়। পরে তার মোবাইল ফোন থেকে স্বজনদের কাছে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার পর থেকেই এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে র‌্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুবেলকে শনাক্ত করা হয় এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়।
 

র‌্যাব সূত্র জানায়, রুবেল এই হত্যাকাণ্ডের প্রাথমিক পরিকল্পনাকারীদের একজন। সে নিজেই অপহৃতের পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করেছে। এছাড়া, অপহরণের আগে থেকেই আরিফুলের ওপর নজরদারি চালাচ্ছিল রুবেল।
 

গ্রেপ্তারের পর রুবেল এই হত্যাকাণ্ডের সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‌্যাব জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে তদন্ত চলছে।
 

উল্লেখ্য, অপহরণের ১৩ দিন পর শুক্রবার আরিফুলের মরদেহ তার বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়।