বিমানবন্দর থেকে তারা সরাসরি নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে স্পিডবোটে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন।
মহেশখালীতে পৌঁছে প্রতিনিধি দলটি কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি যৌথ উদ্যোগে নির্মিত এক্সিলারেট হোপ হাসপাতাল পরিদর্শন করেন। বেলা ১১টার দিকে তারা হাসপাতালে পৌঁছান বলে মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক নিশ্চিত করেছেন।
এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর পিটার হাসকে অভ্যর্থনা জানান। পরে তিনি হাসপাতালের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বড় মহেশখালীতে আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেয়। তবে সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, পিটার ডি. হাস বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সফরের অংশ হিসেবে তিনি মহেশখালী পরিদর্শনে এসেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ বিকেলেই প্রতিনিধি দলটির ঢাকায় ফেরার কথা রয়েছে।