তিন দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১৭ অপরাহ্ণ   |   ৭০ বার পঠিত
তিন দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

ঢাকা প্রেস নিউজ
 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 

বুধবার সকাল সাড়ে ১০টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে তাকে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

৪ আগস্ট সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কে চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন শ্রমিক আশিক মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ৮ আগস্ট তার মৃত্যু হয়।
 

এই ঘটনায় নিহতের মা কুলসুম বেগম ২২ আগস্ট সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়।