চট্টগ্রামে হাটহাজারী মাদরাসা ও শাহ আমানত মাজার পরিদর্শনে এনসিপি নেতারা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ জুলাই ২০২৫ ০১:৪৪ অপরাহ্ণ   |   ২৪ বার পঠিত
চট্টগ্রামে হাটহাজারী মাদরাসা ও শাহ আমানত মাজার পরিদর্শনে এনসিপি নেতারা

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:-


 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেছেন। রোববার (২০ জুলাই) রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা মাদরাসায় অবস্থান করেন।
 

পরিদর্শনকালে মাদরাসার সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী এবং মাওলানা নিজাম সাইয়্যিদ তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানান।
 

পরিদর্শন শেষে এনসিপি নেতারা হাটহাজারী মাদরাসার সাবেক মুহতামিম ও হেফাজতে ইসলামের সাবেক আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এবং বিশিষ্ট আলেম আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর কবর জিয়ারত করেন।

 



 

এদিকে, এনসিপির আরেকটি প্রতিনিধি দল চট্টগ্রামের প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ আমানত (রহ.)-এর মাজারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সরওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক হাসান আলী, উত্তরাঞ্চলের সংগঠক সাদিয়া ফারজানা দিনা এবং জাতীয় যুব শক্তির দূতি অরণ্য চৌধুরী প্রমুখ।
 

মাজার জিয়ারতের সময় তারা হযরত শাহ আমানত (রহ.)-এর অষ্টম বংশধরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দেশের শান্তি, ন্যায় ও গণমানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।