 
                            
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নিউমার্কেট এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এ বক্তব্য দেন।
 
ফয়জুল করীম বলেন, “বিএনপি ভেবেছে ক্ষমতা তাদের হাতে এসে গেছে, কিন্তু ‘দিল্লি এখনো বহুদূর’। এ দেশের মানুষ চাঁদাবাজ, ধর্ষণকারী ও জুলুমবাজদের আর ভোট দেবে না। তারা ক্ষমতায় এলে ব্যবসায়ী, দোকানদার, গৃহস্থ—কেউই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। সেই যুগ শেষ হয়েছে। এখন নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে।”
 
রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের বিচার, জুলাই সনদের আইনি স্বীকৃতি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এ সমাবেশে দলটির বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
 
                                                
                                                 
                                                
                                                