কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ নভেম্বর ২০২৫ ০৯:০৭ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-


 

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় ৪৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতের অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
 

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির এবং জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে এই নেতা-কর্মীরা গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ শনিবার প্রথম আলোকে নিশ্চিত করেন।
 

পুলিশি সূত্রে জানা যায়, গতকাল বেলা দেড়টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ৫৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলের দৃশ্য দেখা যায়।