বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ নভেম্বর ২০২৫ ০৭:৪১ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-


 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই স্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছেন।
 

শুক্রবার (৭ নভেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন (৪৫) এবং আন্দিকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিক মিয়া (৪০)।
 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৃথক অভিযানে পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের দৌলবাড়ি এলাকা থেকে বিল্লাল হোসেন ও আন্দিকোট ইউনিয়নের ডালপা এলাকা থেকে রফিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।