ঘটনাটি ঘটে গত ১৬ই সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১০টায়। ভুক্তভোগী শিশুটি প্রতিদিনের মতো পান্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় ইয়াসিন তাকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে সে পালিয়ে যায়।
পরে শিশুটি তার বাবা-মাকে পুরো ঘটনা জানালে তারা তাৎক্ষণিকভাবে স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি অবহিত করেন। প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসারকে এই ঘটনা সম্পর্কে জানান। এরপর শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত ইয়াসিনকে গ্রেফতার করে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইয়াসিনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।