ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুশতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার (৪ জানুয়ারি) মতলব উপজেলার ঘিলাতলী সামাদিয়া কাসিমুল উলুম ফাজিল মাদরাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে মজুমদার ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থসহ শিক্ষা বৃত্তি তুলে দেন।
মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে ২২টি হাই স্কুল, ১২টি মাদরাসা এবং ৩টি কলেজের ২০০টিরও বেশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে মোট ৫ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া, কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে তাদেরও নগদ অর্থ প্রদান করা হয়।
মজুমদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আমেরিকা থেকে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেন মজুমদার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুন্নাহার, ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল বাশার, মজুমদার ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্য সানি মজুমদার এবং অন্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড," তবে তারা সতর্ক করেন যে, বর্তমানে প্রথাগত শিক্ষার পাশাপাশি মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার গুরুত্ব অনেক বেড়ে গেছে। এক প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। সকলের সম্মিলিত উদ্যোগে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে।