নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জুলাই ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-

 

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনে নাটোর থেকে প্রকাশিত দৈনিক বারবেলা পত্রিকার সম্পাদক মোঃ আলেক আলী শেখ কে সভাপতি ও দৈনিক লাখো কন্ঠ পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি  মো রেজাউল করিম মিন্টু কে সাধারন সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা  হয়েছে। কমিটির অন্যদের মধ্যে সহ: সভাপতি  আ: মান্নান দৈনিক জনদেশ, সুরুজ আলী,দৈনিক দেশের কন্ঠ,ঢাকা প্রেস, একুশ সংবাদ-কম, তন্নী ইসলাম বাংলাদেশের আলো, যুগ্ম সাধারণ সম্পাদক  মো কায়েস উদ্দিন ভোরের চেতনা,মো রেজাউল করিম দৈনিক সকালের সময়, মেহেরুল ইসলাম যুগ্ম সাধারন সম্পাদক, শামীম সরদার, আইন বিষয়ক সম্পাদক  অ্যাডভোকেট  রবিউল করিম, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, সহ সাংগঠনিক সম্পাদক  জামাল উদ্দিন  দৈনিক উত্তরা প্রতিদিন, কোষাধ্যক্ষ  মো সাদ্দাম হোসেন, মহিলা সম্পদিকা মোছা ফারজানা ববি, প্রচার সম্পাদক মো আশরাফুল ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তানভীর আল তামিম, দপ্তর সম্পাদক  প্রসেনজিৎ কুমার, শিক্ষা ও সাংস্কৃতিক সামসুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজালাল নাসিম ও কার্যনির্বাহী সদস্য মো হাবিবুর রহমান। 

 


 

শনিবার নাটোরের সাহারা প্লাজায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত দ্বি বার্ষিক সম্মেলনে নির্বাচন কমিশনার আঃ রশিদ এই কমিটির ঘোষণা দেন।
 

এ সময় সমাজসেবক ও উন্নয়নকর্মী এবং বিশিষ্ট সংগঠক মোছা :সালেহা কামরুল ও দৈনিক ভোরের কাগজ এর সাংবাদিক সাঈদ সিদ্দিক উপস্থিত ছিলেন।