ফরিদপুর সংবাদদাতা:-
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯টি দোকান ও তাদের মালামাল পুড়ে গেছে, যার estimated ক্ষতির পরিমাণ ৯ লাখ টাকার বেশি বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডটি ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে শুরু হয়। এর পরেই বাজারের বিভিন্ন দোকানে আগুন ছড়িয়ে পড়ে, যার মধ্যে ছিল গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুনসহ আরও ৪টি দোকান।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুন লাগার আগেই বাজারের ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, "অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত কাজ শুরু করি এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে, ঘটনাস্থলে ব্যাপক ক্ষতি হয়েছে, প্রায় ৯ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।"