বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি-এর জন্য ট্রেইনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
শিক্ষাজীবনে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে।
মাইক্রোফাইন্যান্স বা বিক্রয়/বিপণন সংস্থায় বিক্রয় প্রতিনিধি হিসেবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষানবিশকাল (৬ মাস): মাসিক ২৩,০০০ টাকা।
শিক্ষানবিশকাল সফলভাবে শেষ হলে নিয়মিত চাকরি: মাসিক ৩২,২৮৭ টাকা।
এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধা।
পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেনটিভ ও বোনাস প্রাপ্তির সুযোগ।
বাংলাদেশের যেকোনো ব্র্যাক মাঠ কার্যালয়।
মোটরসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা ২৫ আগস্ট ২০২৫-এর মধ্যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।