তিনি আরও বলেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সশস্ত্র বাহিনী সম্মুখভাগে থেকে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এসময় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত সুনামের ভূয়সী প্রশংসা করেন ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের কোর্সে বিদেশি ৫৮ জনসহ মোট ৩১১ জন অফিসার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। নবীন কর্মকর্তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়ন এবং জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে সরকারের উপদেষ্টাসহ মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।