রাজশাহীর চারঘাটে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। বাড়ির কাছেই ওঁত পেতে থাকা অবস্থায় রবিউলকে গ্রেফতার করা হয়।
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, এসআই বজলুর রহমান ও এএসআই আব্দুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। আটক রবিউল ইসলাম (৩৯) একই গ্রামের শুকুর আলীর ছেলে।
ওসি মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে রবিউল পলাতক ছিলেন। বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।