সীতাকুণ্ড প্রেস ক্লাবে আওলাদে রাসুল আগমন উপলক্ষে উপজেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ নভেম্বর ২০২৫ ০৮:০১ অপরাহ্ণ   |   ১২৮ বার পঠিত
সীতাকুণ্ড প্রেস ক্লাবে আওলাদে রাসুল আগমন উপলক্ষে উপজেলা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-


 

আওলাদে রাসুল হযরতুল আল্লামা আওলাদে রাসুল আনোয়ার হোসেন তাহেরী জাবির আল মাদানী (মাদানী হাফিজাহুল্লাহ)-এর আগমন উপলক্ষে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সঙ্গে মতবিনিময় সভা করেছে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী।

 


 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু এবং পরিচালনা করেন উপজেলা জামায়াতের মিডিয়া সমন্বয়কারী আবুল হোসাইন।
 

আগামীকাল শুক্রবার সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য সীরাতুন্নবী (সা.) মাহফিল ২০২৫ উপলক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সীরাতুন্নবী মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী মসজিদ মিশনের সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি ও সাবেক কমিশনার মো. তাহের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন রাসেল, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সহসভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা শিবির সভাপতি আশরাফ উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
 

সভায় বক্তারা বলেন, আওলাদে রাসুল আনোয়ার হোসেন তাহেরী জাবির আল মাদানীর আগমন সীতাকুণ্ডবাসীর জন্য একটি সৌভাগ্যের বিষয়। তাঁর আগমন উপলক্ষে আয়োজিত সীরাতুন্নবী মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে সকল শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়।