প্রকাশকালঃ
১৩ জুলাই ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ ২৪৯ বার পঠিত
আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরে গেলেও বল হাতে দারুণ করেছেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডেতে ৯ রানে ১ উইকেট ও দ্বিতীয় ওয়ানডেতে ৫০ রানে ২ উইকেট পেয়েছেন। আর শেষ ওয়ানডেতে ১০ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান, পেয়েছেন ১টি উইকেট। এমন বোলিংয়ের পুরস্কার পেলেন সাকিব।
আইসিসির বোলিং র্যাংকিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। বুধবার প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে দেখা যায়, তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসান। ৬১৮ রেটিং পয়েন্ট এই বাঁহাতি স্পিনারের।
৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন অজি পেসার জশ হ্যাজেলউড। দুয়ে ভারতের মোহাম্মদ সিরাজ। তিনে আরেক অজি মিচেল স্টার্ক। বর্তমানে বাংলাদেশে অবস্থান করা রশিদ খান রয়েছেন তালিকার চারে।
সেরা দশের মধ্যে থাকা অন্য বোলাররা হলেন ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), মুজিব উর রহমান (আফগানিস্তান), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ও শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।