পলেস্তারা খসে পরীক্ষার হলে ৬ ছাত্রী আহত

প্রকাশকালঃ ১৮ জুন ২০২৩ ০৪:৫৫ অপরাহ্ণ ১৮৫ বার পঠিত
পলেস্তারা খসে পরীক্ষার হলে ৬ ছাত্রী আহত

সুনামগঞ্জের তাহিরপুরে স্কুলের কক্ষে পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা খুলে পড়েছে শিক্ষার্থীদের ওপর। এতে কক্ষের ছয় ছাত্রী আহত হয়। 

রবিবার (১৮ জুন) দুপুরে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে। আহত ছাত্রীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।


স্কুল কর্তৃপক্ষ জানায়, স্কুলের ওই কক্ষে অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রীরা পরীক্ষা দিচ্ছিল। এ সময় হঠাৎ পুরাতন ওই ভবনের ছাদের পলেস্তারা খুলে পড়ে। এতে ছয় শিক্ষার্থী আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ ইয়াহিয়া তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ভবনটি স্কুলের সবচেয়ে পুরাতন ভবন। ছাত্রীরা কেউ গুরুতর আহত হয়নি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছে।