টিসিবির মাল বিতরণে অনিয়ম ঘটনায় ডিসির কাছে অভিযোগ এলাকাবাসীর 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ   |   ১০৪ বার পঠিত
টিসিবির মাল বিতরণে অনিয়ম ঘটনায় ডিসির কাছে অভিযোগ এলাকাবাসীর 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার  হলোখানা ইউনিয়নে  টিসিবির  মালামাল বিতরণে দুর্নীতির ঘটনায় ইউনিয়নের চর সারডোব মৌজার  নিম্নবিত্ত পরিবারের লোকজন কুড়িগ্রাম  ডিসির কাছে লিখিত  অভিযোগ করেছেন।
 

অভিযোগ সূত্রে জানা যায় , কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সারডোব মৌজার নিম্নবিত্ত পরিবারের লোকজন অনেক কষ্টে সারডোব চড়ে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করে আসছে। দুস্থ অসহায় পরিবার গুলির অনেককে  টিসিবির স্মার্ট ক্যামিলি কার্ড সরকারি ভাবে দেয়া হয়েছে । 
 

অথচ টিসিবির স্মার্ট ক্যামিলি কার্ডধারী পরিবারগুলোকে না জানিয়ে চেয়ারম্যান, মেম্বার ও ডিলার ব্যাক্তিগত ব্যবসায়ী স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গত ১৩/০৩/২০১৫ ইং তারিখে  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ০৪ নং ওয়ার্ডের সারডোব মৌজার টিসিবির  মালামাল বিতরণ করেন। 
 

পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি জানতে পেয়ে পরিষদে এসে চেয়ারম্যান ও মেম্বারকে জিজ্ঞাসা করলে তখন ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বলেন যে, গত ১৩/০৩/২০১৫ ইং বৃহস্পতিবার দিন মালামাল বিতরণ হয়েছে। তিনি সঠিক কোন ধরনের উত্তর দিতে পারেন নাই।
 

এলাকাবাসীর অভিযোগ, মূলত চেয়ারম্যান, মেম্বার ও ডিলার ব্যবসায়ী স্বার্থের জন্য টিসিবির  পন্যগুলো বিক্রি করেছেন। চেয়ারম্যান, মেম্বার ও ডিলারের কারসাজির কারণে  এলাকাবাসী  টিসিবির  মালামাল পায় নাই। 
 

এলাকাবাসীর আরো অভিযোগ টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিরতণের সময় সকলের নিকট থেকে চেয়ারম্যান ১০০ টাকা করে নিয়েছেন যা অনিয়ম ও দূর্নীতির সামীল। তারা এখনো ফ্যাসিবাদি কার্যক্রম, জুলুম, হয়রানী, অনিয়ম ও দূর্নীতি করে যাচ্ছে।  এলাকাবাসী এই অনিয়ম, দূর্ণীতি ও ফ্যাসিবাদি কার্যক্রমের সঠিক তদন্ত করে নীরিহ মানুষের প্রাপ্য হক প্রদানের ও দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট লিখিতভাবে অভিযোগ করেছেন । 
 

অভিযোগকারীরা হলেন, হলোখানা ইউনিয়নের সারডোব মৌজার ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা যথাক্রমে দেলওয়ার হোসেন, নওশাদ আলী, আফজাল হোসেন, ইলিয়াছ আলী,  নুর ইসলাম, ওলিয়ার রহমান, এমদাদুল হক, রফিকুল ইসলাম, মোছাঃ মর্জিনা বেগম, অকিল মামুদ, শাহ আলম, নুর মোহাম্মদ আলী, সফিনুর রহমান, আমজাদ হোসেন ও এনামুল হক।