স্বামীর কাঁধে ভর করি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৫ ০৫:২৪ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
স্বামীর কাঁধে ভর করি

কবি: তাছলিমা আক্তার মুক্তা


 

এই তো আমি বেশ আছি ভাই 
স্বামীর কাঁধে ভর করে , 
এর চেয়ে বেশি চাইনা কিছুই 
শান্তি থাকুক ঘর ভরে । 

 

নাই গাড়ি বাড়ির লোভ লালসা 
স্বামী আমার শক্তি  , 
স্বামীর কথা মান্য করে চলি 
আর করি তারে ভক্তি । 

 

বাইরের ঝামেলা তিনি সামলান
আমি সামলাই ঘরে  , 
এই মন্ত্রনায় দুজনের সংসার
থাকে সুখ শান্তিতে ভরে। 

 

স্বামী হলেন মাথার মুকুট 
ভালোবাসার ছায়া বর , 
শত হাজার ঝড় তুফানে 
আগলে রাখে জীবন ভর।