কামরাঙ্গীরচরে ব্লক রেইড অভিযানে গ্রেপ্তার ১৬

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৫৮ অপরাহ্ণ   |   ৯৪ বার পঠিত
কামরাঙ্গীরচরে ব্লক রেইড অভিযানে গ্রেপ্তার ১৬

রাজধানীর কামরাঙ্গীরচরে বিশেষ ‘ব্লক রেইড’ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই অভিযানটি অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে পরিচালিত হয়। অভিযানে মাদক চোরাকারবারি, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামিদের আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মো. জুম্মান, মো. আরিফ, আবু বক্কর, রবিন, আলমগীর হোসেন, আকতার হোসেন, আল আমিন, মো. তুহিন, লাভলু, মো. ইসমাইল, মো. শরীফ, উৎপল চন্দ্র দাস, সাকির, ইসমাইল, সোহেল ও সজল।
 

বৃহস্পতিবার বিকেলে কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম জানান, অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।