ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির পলাশবাড়ী পূর্ব থানার উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে ফকিরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় আল ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি ওমর সানি আকন্দ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আবু তালেব সরকার মাষ্টার,মোঃ আনোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ও সভাপতি পূর্বফরিদপুর শাহী জামে মসজিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী পবনাপুর ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম,মাওলানা শফিউল আলমসহ পবনাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামি অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি মোঃ আনোয়ার হোসেন বক্তব্যে বলেন,সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে ছেলে মেয়েকে খেলাধুলায় মনোযোগী করতে হবে। এবং সেই সাথে অভিভাবকদের শর্ত থাকতে হবে ছেলে মেয়ে যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পরে।
খেলায় অংশ গ্রহন করেন গাইবান্ধা ছাত্রশিবির শাখা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী পূর্ব থানা শাখা।খেলায় বিজয়ী দল ও রার্নাস আপ দলের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরস্কার তুলে দেন।