‘ডেভিল’ নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৬ অপরাহ্ণ   |   ৮৬ বার পঠিত
‘ডেভিল’ নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, "যতক্ষণ না ‘ডেভিল’ শেষ হচ্ছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে।"
 

আজ রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 

‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু......

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পর গতকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের স্থিতিশীলতা রক্ষায় এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গতকাল থেকেই গাজীপুরসহ সারাদেশে অভিযান শুরু হয়েছে।
 

আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, "এ অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে অংশ নেবে।"
 

অভিযানের লক্ষ্য কারা......?

অভিযানের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ডেভিল মানে শয়তান। এই অভিযানের লক্ষ্য হলো—যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আইন অমান্য করে, দুষ্কৃতকারী ও সন্ত্রাসী, তারাই আমাদের টার্গেট।"
 

গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি.......

অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে পাঁচজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, "গ্রেপ্তার হচ্ছে, হবে। কেন গ্রেপ্তার করা হয়েছে, তা ইতোমধ্যে মিডিয়ায় এসেছে।"
 

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখনো ধরা পড়েনি, তাদেরও খুব শিগগিরই গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।"
 

গাজীপুরের পরিস্থিতি ও প্রশাসনের প্রতিক্রিয়া.......

গত শুক্রবার গভীর রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেলের বাড়ির সামনে শিক্ষার্থীদের ওপর হামলা হয়, যাতে ১৫-১৬ জন আহত হন।
 

এ ঘটনায় গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। চাপের মুখে মহানগর পুলিশ কমিশনার দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চান।
 

বিক্ষোভ চলাকালে সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক শিক্ষার্থী আহত হন। এর পরিপ্রেক্ষিতে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
 

গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ছাত্রদের ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।"