মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর সমালোচক পুরস্কারের জন্য আবেদন আহ্বান

প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৪ ০৬:০০ অপরাহ্ণ ১৫০ বার পঠিত
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর সমালোচক পুরস্কারের জন্য আবেদন আহ্বান

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর সমালোচক পুরস্কারের জন্য আবেদন আহ্বান

সমালোচক পুরস্কার (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র)

শ্রেষ্ঠ কাহিনিচিত্র
শ্রেষ্ঠ পরিচালক
শ্রেষ্ঠ অভিনেতা
শ্রেষ্ঠ অভিনেত্রী


সমালোচক পুরস্কার (সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র)

শ্রেষ্ঠ কাহিনিচিত্র
শ্রেষ্ঠ পরিচালক
শ্রেষ্ঠ অভিনেতা
শ্রেষ্ঠ অভিনেত্রী


সমালোচক পুরস্কার (ওটিটি কনটেন্ট)

শ্রেষ্ঠ ওটিটি সিরিজ
শ্রেষ্ঠ ওটিটি পরিচালক
শ্রেষ্ঠ ওটিটি অভিনেতা
শ্রেষ্ঠ ওটিটি অভিনেত্রী


আবেদন করার যোগ্যতা

  • ২০২২ সালে বাংলাদেশের সিনেমা হল বা ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো মুক্তি পাওয়া কাহিনিচিত্র, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজের জন্য আবেদন করা যাবে।

  • কাহিনিচিত্রের দৈর্ঘ্য অবশ্যই ৭০ মিনিটের বেশি হতে হবে।

  • ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজের পর্বদৈর্ঘ্য সর্বোচ্চ ৮০ মিনিটের মধ্যে হতে হবে।

  • আবেদনকারী পরিচালক বা প্রযোজককে বাংলাদেশের নাগরিক বা প্রতিষ্ঠান হতে হবে।

 

আবেদনপত্র

আবেদনপত্রটি প্রথম আলোর ওয়েবসাইটে (https://services.prothomalo.com/mpaward/critics-award.php) পাওয়া যাবে।
আবেদনপত্রটি পূরণ করে প্রথম আলোর ঠিকানায় (১৬/এফ, মহাখালী, ঢাকা-১২০৫) পাঠাতে হবে।
আবেদনপত্রের সাথে যেসব নথিপত্র জমা দিতে হবে

কাহিনিচিত্র, ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজের একটি পূর্ণাঙ্গ কপি।
কাহিনিচিত্র, ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজের একটি ট্রেলার।
কাহিনিচিত্র, ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজের পরিচালকের বা প্রযোজকের একটি পরিচিতি পত্র।

আবেদনের শেষ তারিখ

আবেদনপত্র আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে পাঠাতে হবে।