বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও টি-২০ দল ঘোষণা করল আয়ারল্যান্ড

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ণ   |   ৬৪ বার পঠিত
বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও টি-২০ দল ঘোষণা করল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক:-

 

আগামী নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে আইরিশরা। সফরকে সামনে রেখে দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।
 

টেস্ট দলে নতুন পাঁচ মুখের অভিষেক হতে পারে। দলটির নেতৃত্বে আছেন আন্দ্রে বালবির্নি। সবকিছু ঠিক থাকলে এই সিরিজেই বাংলাদেশের মুশফিকুর রহিম দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামবেন।
 

টি-২০ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পল স্টার্লিং। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলেও ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে টি-২০ দলে খেলবেন মার্ক এডায়ার।
 

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে ১১ নভেম্বর, আর দ্বিতীয় টেস্ট ঢাকায় ১৯ নভেম্বর। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি-২০, আর শেষ ম্যাচটি হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
 

আয়ারল্যান্ডের টেস্ট দল:
আন্দ্রে বালবির্নি (অধিনায়ক), কার্টুস ক্যাম্পার, কেডে কারমাইকেল, স্টিফেন দোহানি, গাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রাইস, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, লিয়াম ম্যাককার্টি, পল স্টার্লিং, জর্ডান নেইল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়ং।

 

আয়ারল্যান্ডের টি-২০ দল:
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক এডায়ার, রস এডায়ার, বেন কার্টিজ, কার্টুস ক্যাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রাইস, জস লিটিল, বেরি ম্যাককার্টি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।