ঢাকা প্রেস-
বার্তাকক্ষ-
উজানের ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী জেলার তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, রোববার ভোর ৬টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে ২৯ সেন্টিমিটার উঁচুতে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের পাটগ্রাম, আদিতমারীসহ ৬টি উপজেলার চরাঞ্চলের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।
পানির চাপে নিম্নাঞ্চলের বহু বসতবাড়ি পানিতে ডুবে গেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও ঝুঁকির মুখে। ফলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাড়িঘর, রাস্তাঘাট ডুবে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।