কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে অস্ত্রের মুখে তিন ট্রাক শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর রুটে এই ঘটনা ঘটে।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হোয়াইক্যং স্টেশন থেকে ৭-৮ জন শ্রমিক একটি ট্রাকে শামলাপুর যাচ্ছিলেন। পথিমধ্যে বাহারছড়া ঢালা এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ট্রাকটি থামিয়ে ৬ জন শ্রমিকসহ গাড়ির সহকারীকে অপহরণ করে নিয়ে যায়।
এ বিষয়ে পরিদর্শক মো. দস্তগীর হোসেন জানান, স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযান শুরু হয়। অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা তিনজন শ্রমিককে ছেড়ে দিলেও, অন্য তিনজনের whereabouts এখনও জানা যায়নি।
পুলিশ অপহৃতদের উদ্ধার ও ঘটনার কারণ জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে অপহৃতদের বর্তমানে জীবিত অবস্থায় আটক করে রাখা হয়েছে কিনা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।