অনলাইন ডেস্ক:-
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামাসের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করেই এ হামলা চালিয়েছে।
হামাসের এক সূত্র আল-জাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকে থাকা হামাসের আলোচক দলকে নিশানা করা হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘটনাকে “অপরাধমূলক হামলা” আখ্যা দিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের সরাসরি লঙ্ঘন। পাশাপাশি তিনি কাতার ও সেখানকার নাগরিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকির সতর্কবার্তাও দেন।
তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ পায়নি।
সূত্র: আল-জাজিরা