সুরুজ আলী,বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাহিমালি ফার্ম এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশীদ (৪০) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে বনপাড়া–লালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশীদ লালপুর উপজেলার বড়ময়না গ্রামের আব্দুল মজিদ মণ্ডলের ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আত্মীয়স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, ছুটি শেষে বুধবার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি অটোরিকশাযোগে বাড়ি থেকে বনপাড়ার পথে রওনা হন। বাহিমালি এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, নিহত ব্যক্তি সেনাবাহিনীর সদস্য হওয়ায় সামরিক বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবেন।