হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাহাঙ্গীর(২২)‘কে ময়মনসিংহ  র‌্যাব-১৪ গ্রেপ্তার 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ   |   ৭৫৫ বার পঠিত
হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাহাঙ্গীর(২২)‘কে ময়মনসিংহ  র‌্যাব-১৪ গ্রেপ্তার 

ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

২০১৬ সালে বহুল আলোচিত গাজীপুরের জয়দেবপুর থানার চাঞ্চল্যকর টুটুল (২৭) হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাহাঙ্গীর(২২)‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪
 

গাজীপুরের জয়দেবপুর থানার মামলা নং-০৯, তারিখঃ ০২/১১/২০১৬  ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০, দায়রা নং-২৩৯/১৯ মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত  আসামী মোঃ জাহাঙ্গীর (২২)‘কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ গোয়েন্দা তৎপরতা শুরু করে। 
 

উক্ত আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকায় অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারী ২০২৫  রাত অনুমান ৩ টায় র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে টুটুল (২৭) হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ জাহাঙ্গীর (২২), পিতা-মৃত আঃ রহমান, সাং-ঈশ্বরগঞ্জ সদর দত্তপাড়া, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 

গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।(লুৎফা বেগম,সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার, অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।