ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
কুমিল্লা নগরীর 'কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা' থেকে একটি ভাল্লুক ও দুইটি বানর উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন আইনের আওতায় এসব প্রাণী উদ্ধার করা হয়।
শনিবার (তারিখ উল্লেখ করা যেতে পারে) দুপুরে নগরীর জাঙ্গালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। অভিযানের নেতৃত্ব দেন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা লিজা।
পরিদর্শক লিজা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাণিজ্য মেলার উদ্বোধনের পর সেখানে সার্কাসের জন্য একটি ভাল্লুক ও দুইটি বানর খাঁচায় বন্দি করে প্রদর্শন করা হচ্ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষের নজরে আসে। পরে শনিবার ঢাকা থেকে অভিযান পরিচালনা করে প্রাণীগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রাণীগুলোকে গাড়িযোগে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে বলে জানান তিনি। অভিযানে কুমিল্লা বন বিভাগ, র্যাপিড রেসপন্স বিডি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও সহযোগিতা করেন।