ডেস্ক নিউজ:-
পুলিশি সেবা আরো বেগবান করার লক্ষ্যে নগরীর আসকার দিঘী এলাকায় ৩ সেপ্টেম্বর দুপুরে সিএমপির পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম ।
উদ্ধোধন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সিএমপি অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে পূর্বের তুলনায় ফুট পেট্রোলিং, মোবাইল পার্টি ও চেকপোস্টের সংখ্যা বাড়িয়ে দিয়েছে।
এছাড়াও সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। তিনি আরো বলেন অনলাইন ক্রাইম নিয়ন্ত্রণ ও সনাক্তকরণের ক্ষেত্রে সিএমপি'র কাউন্টার টেরোরিজম ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি নগরবাসীকে "Hello Cmp" অ্যাপস ব্যবহারের মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে তথ্য প্রদানের আহ্বান জানান।
এসময় সেখানে সিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুল করিম সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।