হোসেন বাবলা (চট্টগ্রাম):-
চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক চট্টগ্রাম ফরিদা খানমের সভাপতিত্বে “সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) ও এসএসজিপি প্রকল্পের উচ্চপদস্থ কর্মকর্তা, চট্টগ্রামের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
বিশেষ করে বৈদেশিক বাণিজ্য, শিল্পোন্নয়ন, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং বিনিয়োগ আকর্ষণে করণীয় বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়।
পর্যটন শিল্প, চামড়া শিল্প, জাহাজ নির্মান শিল্পের মতো সম্ভাবনাময় শিল্প বিকাশে ব্যবসায়ীরা নীতি সুবিধা চান। প্রধান অতিথি এলডিসি গ্রাজুয়েশন নিয়ে শঙ্কিত না হয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির উপর জোর প্রদান করেন।
তিনি জানান সরকার ব্যবসায়ী ও অংশীজনদের মতামত নিয়ে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে।