কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে গাঁজা ও ইয়াবা জব্দ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ জুলাই ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে গাঁজা ও ইয়াবা জব্দ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে গাঁজা ও ইস্কাপ সিরাপ। মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার অনন্তপুর সীমান্তে বিজিবি এসব মাদকদ্রব্য জব্দ করে। অভিযানে মাদকদ্রব্য জব্দ করা গেলেও পালিয়ে গেছে মাদক কারবারিরা। তবে মাদক কারবারিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
 

বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। এরই প্রেক্ষিতে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বিওপি’র আওতাধীন পশ্চিম বালাবাড়ী এবং নাগরাজ নামক স্থানে রাতে ও দিনে বিজিবি’র ০২টি বিশেষ টহলদল অভিযান চালায়। তারা কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে। একপর্যায়ে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল গুলো তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 
 

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় গাঁজা ২১ কেজি—যার বাজার মূল্য ৭৩,৫০০ টাকা এবং ভারতীয় ইস্কাফ সিরাপ ৮৫ বোতল যার বাজার মূল্য-৩৪,০০০ টাকা। সর্বমোট বাজার মূল্য ১ লক্ষ ৭ হাজার ৫ শত টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”