গোমস্তাপুরে জমি দখল ও জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ নভেম্বর ২০২৫ ০৬:৪৫ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
গোমস্তাপুরে জমি দখল ও জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:


 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া ও জোরপূর্বক বসতবাড়িসহ জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ভূমি দস্যু শামসুজ্জোহা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
 

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত চাঁপাই প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আশরাফুল হক।
 

সংবাদ সম্মেলনে আশরাফুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বিরোধপূর্ণ জমির আর.এস দাগ নং ১৩১৯, ১৩৪৭, ১৩৪৮ ও ১৩৪৯—মোট প্রায় ২২৯৪ শতক (অর্থাৎ ২.২৯৪ একর) জমি নিয়ে শামসুজ্জোহা, সজীবসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছে। এ ঘটনায় তিনি ২০২৩ সালের ৩১ অক্টোবর আদালতে বাটোয়ারা মামলা দায়ের করেন।
 

এতে ক্ষুব্ধ হয়ে ওঠে প্রতিপক্ষ। আশরাফুল হক অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই শামসুজ্জোহা ও তার লোকজন তার পরিবারকে নানা হুমকি দিতে থাকে, এমনকি নিরাপত্তাহীনতায় তারা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। থানায় অভিযোগ জানালেও পুলিশ মামলা নেয়নি বলে দাবি করেন তিনি, পরে আদালতের শরণাপন্ন হতে হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।
 

তিনি আরও জানান, চলতি বছরের ১৬ অক্টোবর সকালে তার বাড়ির সামনে পরিকল্পিতভাবে অটোভ্যান আটকে তাকে ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করানো হয়। পরবর্তীতে জমি রেজিস্ট্রি করার জন্যও নানা রকম প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
 

এ বিষয়ে অভিযুক্ত শামসুজ্জোহা মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।