কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ-
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় শনিবার (২৬ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন। অভিযানে তাঁকে সহায়তা করে বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুমিরার কেডিএস লজিস্টিক ডিপো ও শীতলপুরের বিএম কন্টেইনার ডিপোর সামনে মহাসড়কে অনিয়মিত যানবাহন পার্কিং ও উল্টো পথে গাড়ি চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব কার্যকলাপ সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের অন্তর্ভুক্ত হওয়ায় পাঁচজন চালকের বিরুদ্ধে মোট ১২,৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
জরিমানাপ্রাপ্ত চালকরা হলেন:
১. মো. শরীফ – ১,৫০০ টাকা
২. রাব্বী হাওলাদার – ১,৫০০ টাকা
৩. মো. জহির – ১,৫০০ টাকা
৪. মো. রায়হান – ৬,০০০ টাকা
৫. মো. নুরুল ইসলাম – ২,০০০ টাকা
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষকে সতর্ক করে অনিয়ম দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।